ঢাকা-শনিবার ৩ আগষ্ট ২০২৪
হিরো আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে গতকাল রাত ১১ টায়,
হিলো আলম বলেন:গতকাল ছাত্র আন্দোলনের সঙ্গে যোগদান হিরো আলম তারপরে তাকে রাত্রে ১১ টায় সময় ফোন দিয়ে হিরো আলমকে প্রাণনাশের হুমকি দেয় একদল দুর্বৃত্তরা,
[embad]https://www.youtube.com/watch?v=Hwepa4HsDL0[embad]
তিনি বলেন : এর আগেও আমাকে কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছে কিন্তু আমি আমার বক্তব্য আমার মতামত থেকে আমি কখনো সরে দাঁড়ায়নি এবং এখানেও আমি আমার মত প্রকাশে কখনো দ্বিমাত্রৌষণ করব না, আমি ছাত্রদের সাথে আছি এবং আমি শান্তির পক্ষে, শান্তি চাই।
হিরো আলম আরো বলেন:আমার মত একজন হিরো আলম চলে গেলে কিছুই হবে না কিন্তু এত ছাত্রের প্রাণানাস দেখতে চাই না
আরো বলেন:ছাত্রদের উপর গুলি এই নির্দেশ কে দিয়েছে সরকারের এটা তদন্ত করে বের করে দেখা উচিত, পুলিশ সাধারণত পায়ের নিচ থেকে গুলি করতে পারে কিন্তু দেখা গিয়েছে অধিকাংশ ছাত্র কিংবা অন্যান্যদের মাথায় গুলি লেগেছে এই গুলি কে বা কারা মারতেছে এটা তদন্ত করে সরকারের বের করা উচিত।
হিরো আলম বলেন:সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রদের সাথে বসে এর একটা সমাধান করা উচিত, না হলে দেশে আর্থিক ক্ষতি থেকে শুরু করে অনেক মায়ের বুক খালি হচ্ছে সুতরাং আমরা আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না।