ঢাকা ২৪ আগষ্ট ২০২৪
বন্যার্তদের এক কোটি টাকা এবং ৩০০০ প্যাকেট খাবার দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানালেন
ফারুক আহমেদ, প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ফারুক আহমেদ বলেন :আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের দেশে এখন খুব ক্রাইসেসের ভিতর দিয়ে যাচ্ছে, এবং নোয়াখালী ফেনী ও সিলেটে ভয়াবহ বন্যার কবলে শত শত মানুষ, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ১ কোটি টাকা এবং ৩০০০ প্যাকেট খাবার তিন হাজার পরিবারের হাতে দিতে চাই।
সাকিব আল হাসানের মামলার ব্যাপারে ফারুক আহমেদ বলেন :আপনি জানেন যে সাকিব আল হাসানের ব্যাপারে একটা মামলা হয়েছে কিন্তু আমরা এখনো নিগার নোটিশটা পায়নি, সুতরাং আমরা এ ব্যাপারে কথা বলতে পারব না, মামলাটা এফেয়ার হয়েছে এরপরে ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা, দেখেন এখন টেস্ট ম্যাচ চলতেছে আমরা আজকে চারদিন শেষ করলাম এই টেস্ট শেষে আমরা মামলাটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে তখন আমরা পদক্ষেপ নিব কি করা যায় সাকিব আল হাসানের ব্যাপারে
সাকিব আল হাসানের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে ফারুক আহমেদ বলেন :দেখেন মাত্র একটা মামলা হয়েছে এরপরে ইনভেস্টিগেশন হবে তারপরে আসলে জানা যাবে শাকিব আল হাসানের মামলাটা কতটা শক্তিশালী, তবে আমরা সাকিব আল হাসানের দ্বিতীয় টেস্ট খেলার ব্যাপারে অনেকটা আশাবাদী।