ঢাকা ২৮ আগষ্ট ২০২৪:
হাথুরুসিংহে কখনো ভালো কোচ না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ওয়েবসাইট থাকা দরকার যেখানে সব ধরনের হিসাব নিকাশ থাকবে এবং সব আপডেট থাকবে
রকিবুল হাসান, সাবেক অধিনায়ক
কোচ হাতুড়ে ও সিং এর ব্যাপারে রকিবুল হাসান বলেন :হাতুড়ে শিং কখনো ভালো কোচ না, সে যদি হাথুরুসিংহেভালো কোচ হতো তাহলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান তাকে কোচ হিসাবে রাখত,আমাদের এখন সময় এসেছে দেশীয় কোচের দিকে নজর দেওয়া, এবং কোচ সোহপল ইসলাম ও আমাদের বড় প্লাস পয়েন্ট হতে পারে।
তিনি আরো বলেন:বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা নিজস্ব ওয়েবসাইট থাকা দরকার যেখানে হিসাব-নিকাশ থেকে শুরু করে বিভিন্ন তথ্য সাধারন মানুষ পাবে, এবং সাধারণ মানুষ এটা ডিজার্ভ করে।
রকিবুল হাসান আরো বলেন:ফারুক আহমেদ যে কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন সভাপতি দায়িত্ব পালন করছে সুতরাং বাংলাদেশ ক্রিকেট আরও অনেক উন্নতি করবে, যেহেতু সে ক্রিকেটার ছিলেন সে ক্রিকেটের কোন কোন জায়গায় আমাদের উন্নতি করা দরকার সেটা আমাদের থেকে সে বেশি ভালো বলতে পারবে।
রকিবুল হাসান বলেন: কোচ হাতুড়ে শিং বিষয়ে রকিবুল বলেন, একটা হেড কোচের যে দায়িত্ব সে দায়িত্ব কিসের ঠিকঠাক পালন করে কিনা সেটা এখন আমাদের প্রশ্ন, একটা হেড কোচের দায়িত্ব ড্রেসিংরুম ঠিক রাখা সেখানে নাকি সে প্লেয়ারদের উপর হাতও তুলে, সুতরাং হাতুড়ে শিল এখন প্রশ্নবিদ্ধ একজন কোচ।
সাকিব আল হাসান এর ব্যাপারে রাকিবুল হাসান বলেন : সাকিব হাসান আমাদের ক্রিকেটের ব্রান্ড অ্যাম্বাসেডর তার নামে এই মিথ্যে মামলা প্রত্যাহার করা হোক।