ঢাকা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৪:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার আটক ও পুত্রের মৃত্যু নিয়ে গুঞ্জন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি ও মেয়ে সাফিয়া তাসনিম খানের আটক এবং আটকের পর অসুস্থ হয়ে ছেলে জ্যোতির মৃত্যু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তবে আটকের স্থান এবং আটকের পর পরিবারের সদস্যদের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।
একটি সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত দুটোর দিকে গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন একটি এপার্টমেন্ট থেকে আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি ও মেয়ে সাফিয়া তাসনিম খানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অন্য একটি সূত্র থেকে একই সময়ে এই আটকের ঘটনা পুরান ঢাকার তাঁতীবাজার বলে জানা যায়।
তবে দুটো সূত্র থেকেই আটকের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একমাত্র পুত্র সাফি মুদ্দাসির খান জ্যোতির অসুস্থতাজনিত মৃত্যু ঘটে বলে দাবি করা হয়েছে। সূত্রমতে, আইনশৃঙ্খলা বাহিনী আটক করার পরপরই জ্যোতি নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতাল পর্যন্ত যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে ওই সূত্র জানায়। পরবর্তীতে জ্যোতিকে হৃদরোগ ও শ্বাসকষ্টের রোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে সেটিও প্রমাণ করতে না পেরে এখন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানায় সূত্র।
এদিকে আটক করার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের অবস্থান সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করা সম্ভব হয়নি। ডিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়নি, আদালতে হাজির করার কথাও বলা হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পক্ষ থেকে। সেক্ষেত্রে জ্যোতির মৃত্যু কেন্দ্র করে সিদ্ধান্ত নিতে না পারার কারণে গোটা আটকের বিষয়টিই গোপন রাখছে আইনশৃঙ্খলা বাহিনী -এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।