ঢাকা ১২ নভেম্বর মঙ্গলবার ২০২৪:
চাকরিচ্যুত করায় প্রতিবাদে এবং সকল ন্যায্য টাকা ফেরত এর দাবিতে আজ প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আজকের বিকেল ৩টায় ঢাকা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের “ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় কর্মসূচী” প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সহকারি প্রোগ্রামার প্রদিপ নাগ, কল্লোস্কপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার মোঃ তাওহিদ-উল-হাসান। এছাড়া প্রকল্পের ৬ জন ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ ও নার্স-প্যারামেডিকগণও উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসার (পিয়া) দুর্নীতির প্রতিবাদ করায় এই প্রকল্পের অধীনে কাজ করা ৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের প্রায় ৭ কোটি টাকার ন্যায্য পাওনা ফেরত দেওয়া হয়নি। তারা বলেন, চাকরিচ্যুতির জন্য দেওয়া নোটিশটি অযৌক্তিক ও অনিয়মিতভাবে প্রস্তুত করা হয়েছে।।
এছাড়া বক্তারা প্রকল্পে স্বাস্থ্য ক্যাম্পের খরচের অসামঞ্জস্যতার কথা উল্লেখ করে জানান, বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ অপব্যবহার করা হয়েছে। বক্তারা দূর্নীতিবাজ প্রকল্প পরিচালকের পরিবর্তে সৎ ও যোগ্য পরিচালকের দাবি করেন এবং প্রকল্পে স্বচ্ছতা বজায় রেখে ক্যান্সার নির্ণয় কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে বলেন।