তারিখ: ১৩ নভেম্বর বুধবার ২০২৪:
বর্ডার গার্ড বাংলাদেশ
রাঙামাটির দূর্গম পার্বত্য সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় বিজিবি উদ্যোগে নির্মিত স্কুল ঘরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম পার্বত্য সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় বিজিবির উদ্যোগে নির্মিত স্কুল ঘরের শুভ উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়ার পক্ষ থেকে অধীনস্থ কচুতলী টিওবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ হাসান জাহিদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুলটির শুভ উদ্বোধন করেন এবং স্কুলের ৪৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা, কলম ও কাঠ পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে বিজিবি স্কুলটি দেখভালের জন্য স্থানীয় কারবারী শান্তিময় চাকমা’র নিকট হস্তান্তর করে। এ সময় কাপ্তাই ব্যাটালিয়নের বিজিবি সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অভিবাবকসহ নেতৃস্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।
গত ৩০ জুলাই ২০২৪ তারিখে বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পার্বত্য সীমান্তবর্তী অঞ্চলের স্থানীয় কারবারী, মেম্বার ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্থানীয় জনসাধারণ কচুতলী টিওবির দায়িত্বপূর্ণ পুন্নমণিছড়া এলাকায় একটি স্কুল নির্মাণের জোর দাবী জানান। পরবর্তীতে বিজিবি মহাপরিচালকের মূলমন্ত্র *”বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’* এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন ও ওয়াগ্গাছড়া জোন সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোন সদর হতে সুদূর ১১১ কিঃ মিঃ দূরবর্তী দুর্গম কজাতলীপাড়া, পুন্নমণিছড়া পাড়া ও এইডছড়ি পাড়ার চাকমা সম্প্রদায়ের ৪৭টি এবং তনচঙ্গ্যা সম্প্রদায়ের ০৮টিসহ মোট ৫৫টি পরিবারের ছেলে-মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে পুন্নমনিছড়া পাড়ায় একটি স্কুল ঘর নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করে।