ঢাকা:২৩ নভেম্বর শনিবার ২০২৪:
ঢাকাস্থ শাহরাস্তি-হাজিগঞ্জের বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক চায়ের আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সবার মধ্যমনি ও প্রধান অতিথি হিসেবে আসন অকলঙ্কিত করেন চাঁদপুর-৫ আসনে আসন্ন সংসদ নির্বাচন মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এই চায়ের আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সবাই উপস্থিত হতে পেরে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাই একে অপরের কুশলাদি বিনিময় করেন। তবে সব চেয়ে আকর্ষণীয় ছিলো সবার মধ্যমনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ফুললে শুভেচ্ছা ও সেলফি তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। আগামী নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে তাকে জয়ী করতে হবে।
এ সময় তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই গণ-অভ্যুত্থানের সফলতায় তরুণ ছাত্র সমাজ ও দল মত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সহ সভাপতি ফখরুল আলম পাটওয়ারী এফসিএ,সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাট্য নির্মাতা তারেক মিয়াজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফুল কবির মিনার সহ শাহরাস্তি হাজিগঞ্জের অন্যান্য নেতৃবৃন্দ।