ঢাকা ২৭ নভেম্বর বুধবার ২০২৪:
২৫ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, শুরু হলো নিরাময়ের ঐকতান শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশিষ্ট বাউল শফি মন্ডল।
২৫ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, শুরু হলো নিরাময়ের ঐকতান শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশিষ্ট বাউল শফি মন্ডল। আলিয়স ফ্রসেঁজ-এর পরিচালক ফ্রাঁসোয়া ঘোচ উপস্থিত সকল দর্শককে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক খুরশীদ আলাম, সঙ্গীতজ্ঞ মোহাম্মদ আলি নকি, নৃত্য শিল্পী তামান্না রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মফিদুল ইসলাম, নাট্যশিক্ষক কামাল উদ্দিন কবীর, প্রমূখ। প্রদর্শনীটির মুলভাবনা ও সৃজন সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র’ অবকল্প’ এর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, এবং এর কিউরেটিং করেছেন লুসি তৃপ্তি গমেজ।
দর্শক সমাগমে মুখর প্রদর্শীটিতে ভীর করেছিল শহরের শিল্পানুরাগীগণ, তরুন, শিশুরা। প্রদর্শনীটি চলবে আগামী ২৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
প্রদর্শনীর ২য় দিনে থাকছে প্রদর্শনীতে ছিলেন শিল্পী রাহুল আনন্দ এবং কনক আদিত্য, কবি আলফ্রেড খোকন, অভিনেতা আশিষ খন্দকার। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত থাকবে মোস্তাফিজুর রহমান মিঠু কণ্ঠে মরমি শিল্পী আব্দুল আলীমের গান।
আগামীকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাদ্দ্যযন্ত্রের উপর চিত্রাঙ্কন, দুপুর ৩টা থেকে ৫ টা সেমিনার। বক্তা সাইম রানা, সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত কালজয়ী লোকসঙ্গীত শ₁ষ্টা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলিঃ পরিবেশন করবে, ড. হানিফ মিয়া, জহির আলীম, মো. রাশেদ, ইমরান খন্দকার, নুসরাত সাথী, ইসফাতারা রনি, অব্যয় ঋদ্ধি।