ঢাকা ২৭ নভেম্বর বুধবার ২০২৪:
চট্টগ্রামের মিরসরাই অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন দ্বৈত নাগরিককে (বাংলাদেশ/ভারত) আটক করেছে বিজিবি
অদ্য ২৭ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২৪০ ঘটিকায় বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন সীমান্ত পিলার ২২০১/৬-আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব অলিনগর নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে আশীষ পুরোহিত (৬৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। উক্ত ব্যক্তির নিকট থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে: আশীষ পুরোহিত, পিতা: মৃত নির্মল চন্দ্র পুরোহিত, জন্ম তারিখ: ১৫ মার্চ ১৯৬১; ঠিকানা: ২৩৪ এস এ চৌধুরী লেইন, এনায়েত বাজার, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উল্লেখ করা হয়েছে। অপরদিকে, ভারতীয় আধার কার্ডে- আশীশ পুরোহিত, পিতা: নির্মল চন্দ্র পুরোহিত, জন্ম তারিখ: ১৫/০৩/১৯৬১, ঠিকানা: ১৬ই নস্কর পাড়া লেন, নস্কর পাড়া বাজার, ঢাকুরিয়া, কোলকাতা, ঢাকুরিয়া, পশ্চিমবঙ্গ, ৭০০০৩১ উল্লেখ রয়েছে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিল। দ্বৈত নাগরিকত্ব ও অবৈধ পারাপারের দায়ে তাকে চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।