আবদুল্লাহ আল-মামুন পরিচালিত কমিটির সভাপতি হলেন ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে কিশোরগঞ্জ জেলার ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি হিসেবে এফবিসিসিআই’র যুগ্ম সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন কে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১৯ মার্চ, ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মিয়ার নাতি। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদ্রাসার উন্নয়নে তিনি তার দাদা মরহুম হাজী আব্দুল বারী মিয়ার মত কাজ করে যেতে চান। এজন্য তিনি এলাকাবাসী এবং পাড়া-প্রতিবেশী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চান।
উক্ত কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ হাবিবুর রহমান অভিভাবক সদস্য, মোহাম্মদ শাহজাহান কবির সাধারণ শিক্ষক সদস্য, মাওলানা মোবারক হোসেন, সদস্য সচিব