1. abir@gmail.com : abir ahmed : abir ahmed
  2. live@jansnews.com : news online : news online
  3. info@jansnews.com : Jans News :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ০৭ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ* বিএনপি-সিপিসির নতুন সমঝোতায় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: ফখরুল রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে: আমিনুল হক পতিত আ.লীগের চাঁদাবাজ-দখলদাররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল হক নিশ্চিত ভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি:আমির খসরু বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক ১৭ বছরের আওয়ামী জুলুম ভুলে গেলে চলবে না : আমিনুল হক

নির্বাচনী প্রচারে ট্রাম্প-বাইডেনের ভিন্ন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ভিন্ন কৌশলে এগোচ্ছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৪) ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের জো বাইডেন (৭৭)। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প সশরীরে জোরেশোরে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালিয়ে গেলেও জো বাইডেন বেশ ধীর গতিতে এগোচ্ছেন।

যুক্তরাষ্ট্রে দেশব্যাপী জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বাইডেনকে তত আত্মবিশ্বাসী মনে হচ্ছে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার ট্রাম্প ও বাইডেন তাঁদের দ্বিতীয় ও চূড়ান্ত বিতর্কে অংশ নিচ্ছেন। বিতর্ককালে একজনের বক্তব্যের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিতর্ক কমিশন।

মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। তবুও তিনি একের পর এক বিরামহীন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রচারের অংশ হিসেবে ট্রাম্প নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত পেনসিলভানিয়া যাচ্ছেন। অন্যদিকে বাইডেন ডেলওয়ারে নিজ বাড়িতে ‘অলস’ সময় কাটাচ্ছেন। তবে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় আজ বুধবার বাইডেনের পক্ষে প্রচারে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

পেনসিলভানিয়ায় ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। পেনসিলভানিয়ার উদ্দেশে যাত্রার আগে ট্রাম্প ইউরিতে গণসমাবেশ করেছিলেন। ডেমাক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইউরিতে ট্রাম্প গতবার জয়ী হয়েছিলেন। ইউরি ট্রাম্প তাঁর হোয়াইট হাউস জেতার সফল প্রতীক বিবেচনা করছেন।

নির্বাচনী সমাবেশে ট্রাম্প তাঁর জয়ের আশা ব্যক্ত করেন এবং বাইডেনকে দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করেন। এমনকি গতকাল মঙ্গলবার তিনি নির্বাচনের আগে তদন্ত শুরু করতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান।

এদিকে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস-সিয়েনা’ কলেজের নতুন জনমত জরিপে দেখা গেছে দেশব্যাপী বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ এগিয়ে রয়েছেন।

এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অধিক সংখ্যক ভোটারের আগাম ভোট প্রদান। প্রায় সাড়ে তিন কোটি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন বলে ইউএস ইলেকশন প্রজেক্ট জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট