ঢাকা ২৩ আগষ্ট ২০২৪
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করেছে
শিক্ষাকারিকুলামকে ভিনদেশি প্রভাবমুক্ত করতে অবিলম্বে কাজ করুন
বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের সকল টাকা বাজেয়াপ্ত করুন
-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পূর্বসতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর ওপর দেওয়া বাঁধের গেট খুলে দেওয়ার ৭২ ঘণ্টা আগে ভাটির দেশকে জানানোর কথা। কিন্তু এবার পূর্বসতর্কতা ছাড়াই ডুম্বুর ও কলসি বাঁধ খুলে দিয়ে দেশের অপুরনীয় ক্ষতি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করেছে। এজন্য ভারতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ৬টি কোম্পানী দেশের সব টাকা লুট করে নিয়ে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এসব কোম্পানীগুলোর সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রে কোষাগারে নিয়ে নিতে হবে। তিনি বলেন, পতিত সরকারের দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি, নিঃস্ব করে ফেলা হয়েছে। বিগত সরকারের সিন্ডিকেট এখনো সক্রিয়, নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য কমছে না।
আজ শুক্রবার সকালে কেরাণীগঞ্জের শহিদনগর হাইস্কুল এন্ড কলেজে মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ্ব সুলতান আহমদ খান, প্রফেসর ডা. কামরুজ্জামান, হাজী শাহীন আহমাদ, মাওলানা ইলিয়াস হোসাইন, মুফতী রিদওয়ান আহমদ, অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল কাদের মোল্লা, উজ্জ্বল শেখ, আব্দুল্লাহ, সুমন আহমদ।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে। ৯২ ভাগ মানুষের চিন্তার আলোকে নতুনভাবে কারিকুলাম প্রণয়ন করতে হবে। তিনি বলেন, এই শিক্ষা ব্যবস্থার বড় অসারতা হলো- শিক্ষার্থীদের ডিভাইস-মুখী করা, নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়া, ৯ম শ্রেণীতে বিভাগ উঠিয়ে দেওয়া, নাচ- গান কে প্রমোট করা, কৌশলে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা।
সভাপতির বক্তব্যে হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন বলেন, বিগত জালিম সরকারের পতন হয়েছে। দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন ইসলামী অনুশাসনের জন্য দেশকে উপযোগি করে গড়ে তুলতে হবে। এ জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে ত্যাগ ও কোরবানীর নজির স্থাপন করতে হবে।