
ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৪:
মোহাম্মদপুর থানা ডিএমপি ঢাকা এর নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব আলী ইফতেখার হাসান এর সাথে দেখা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ, স্থানীয়রা।
জনতার আন্দোলনের তোপে গত ০৫ আগষ্ট ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সবকিছুতেই লেগেছে পরিবর্তনের হাওয়া। ক্রীড়াঙ্গন কিংবা প্রশাসন, সর্বত্রই নেতৃত্বে পরিবর্তন আসছে। ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছে সবস্তরের মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহনকারী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর গভমেন্ট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,তিতুমীর কলেজ, ফিরোজা বাসার আইডিয়াল স্কুল এন্ড কলেজর , সাবেক ক্রিকেট খেলোয়ার ও মোহাম্মদপুরের সকল ছাত্র সমন্বয়ক মোহাম্মদপুর থানা ডিএমপি ঢাকা এর নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব আলী ইফতেখার হাসান (বিপি ৭৯০৪১২৪৪১৮ ইন্সপেক্টর নিরস্ত্র) এর সাথে আলোচনা সভা ও সুভেচ্ছা বিনিময় করেছেন। সকলে মিলে একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন।
-ছাত্র,খেলোয়ার ও শিক্ষক সমন্বয়ক মোহাম্মাদ আল- আলী।