
ঢাকা সোমবার ১৫ অক্টোবর, ২০২৪:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে : ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নিবেন। তাই আমরা এটুকু বলতে পারি, এখানে সুবিচার হবে।
আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্মমভাবে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিম আমাদের ছাত্র-তরুণ-জনতার ওপর গুলি চালিয়েছিল। এই গণঅভ্যুত্থানে কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দিনে দিনে মৃত্যুর নতুন সংখ্যা পাচ্ছি। এছাড়া হাজার-হাজার মানুষ গুরুতর আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছে।
তিনি বলেন, আগামী ০১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু করার কথা রয়েছে । সরকার এই বিচার করতে বদ্ধপরিকর এবং এই বিচার করতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান , ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ কেন? এই উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এতবড় গণহত্যার নজির কোথাও নেই। এমনকি পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে হবে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবনের মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি আজ পরিদর্শন করেছি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার নেতৃত্ব ও সক্রিয় পদক্ষেপের কারণে অতি দ্রুত এই ভবনের সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হচ্ছে।
আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্ট মাসে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, ছাত্র-জনতা যে অসীম আত্মত্যাগ করেছে, তার প্রতি প্রতিদান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই-আগস্টের গণহত্যার বিচার অবশ্যই এই ট্রাইব্যুনালে হবে এবং এটা খুব দ্রুত শুরু হবে।