1. abir@gmail.com : abir ahmed : abir ahmed
  2. live@jansnews.com : news online : news online
  3. info@jansnews.com : Jans News :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবশেষে আবু সাঈদের পরিবার প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী পেল ১০ লক্ষ টাকার চেক। চট্টগ্রামের মিরসরাই অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন দ্বৈত নাগরিককে (বাংলাদেশ/ভারত) আটক করেছে বিজিবি আজ ২৭ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী “নিরাময়ের ঐকতান” শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। গতকাল ২৫ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, শুরু হলো নিরাময়ের ঐকতান শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ৩০ শে নভেম্বর ভোর ৬ টায়। ঢাকাস্থ শাহরাস্তি-হাজিগঞ্জের বিএনপির নেতাকর্মীদের চায়ের আড্ডা অনুষ্ঠান ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫.৪৭৮ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি, সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি রাঙামাটির দূর্গম পার্বত্য সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় বিজিবি উদ্যোগে নির্মিত স্কুল ঘরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ৩০ শে নভেম্বর ভোর ৬ টায়।

মো: মফিজুল
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার ২০২৪ তারিখ:

আজ বেলা ১২০০ ঘটিকায় ঢাকার মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারের ‘সেনা গৌরব’ মিলনায়তনে “জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকার অদূরে নয়নাভিরাম জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার সৌন্দর্য এবং চমৎকার ট্র্যাক দেশের সৌখিন এবং প্রফেশনাল দৌড়বিদদের কাছে তুলে ধরতে এবং তরুণদের মানসিক অবসাদ ও মাদকাসক্তি প্রতিহত করতে এই ইভেন্ট আয়োজিত হচ্ছে। একইসাথে নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্তন ক্যান্সার প্রতিরোধে যে বৈশ্বিক প্রচারনা এবং প্রচেষ্টা চলছে, “জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” তার সাথে একাত্মতা ঘোষণা করছে এবং এই ইভেন্টের মাধ্যমে রানবাংলা এই পদক্ষেপটিকে সম্মান জানাবে।

এখানে উল্লেখ্য যে, আগামী ৩০ নভেম্বর ২০২৪, ভোর ৬ ঘটিকায়; ঢাকার অদূরে পূর্বাচলের নিকটবর্তী জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিতব্য ইভেন্টটিতে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ মিলে মোট ১৯০০ জন প্রতিযোগী অংশ নেবেন। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে ইভেন্টটির ফেসবুক পেইজ থেকে। “জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” ফেসবুক পেইজ লিংক https:// www.facebook.com/share/1DG5kHQmzk/। দৌড়টি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে শুরু হয়ে, গোটা জলসিঁড়ি আবাসন এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনেই শেষ হবে। এ বিষয়ে রানবাংলার ওয়েবসাইটে (www.run-bangla.com) বিস্তারিত জানা যাবে।

“জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” ইভেন্টের মূল স্পন্সর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত

‘জলসিঁড়ি আবাসন’ এবং এই হাফ ম্যারাথন ইভেন্টটি পাওয়ারড বাই তুরাগ একটিভ! ইভেন্টের গোল্ড স্পন্সর হিসাবে থাকছে ট্রাষ্ট ব্যাংক পিএলসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি এবং নির্মাণ সংস্থা ভেন্ট্রা ইন্টারন্যাশনাল। ইভেন্টের অন্যান্য সম্মানিত স্পন্সর হিসাবে রয়েছে আল-মুসাউইর কনস্ট্রাকশন, বার্জার, ইউনিমার্ট, সেনা কল্যান সংস্থা, লংকা বাংলা সিকিউরিটিজ, ইন্টেল

এক্সিস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আর্মি ফার্মা, প্রাণ এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স।

ইভেন্টের সহযোগী হিসেবে অংশীদার হবে স্ন্যাক্স পার্টনারঃ মিস্টার নুডলস, রিফ্রেশমেন্ট পার্টনারঃ টেস্টি ট্রিট, হাইড্রেশন পার্টনারঃ সেনা ড্রিংকিং ওয়াটার, মেডিক্যাল সাপোর্ট পার্টনারঃ আরিজ ফাউন্ডেশন, বেভারেজ পার্টনারঃ সানকুইক, আইসক্রিম পার্টনারঃ পোলার, রিচার্জ পার্টনারঃ বিএমটিএফ ইলেক্ট্রোলাইট ড্রিংক্স, ট্র্যাক ম্যানেজমেন্ট পার্টনারঃ রান বাংলাদেশ এবং কিট এক্সপো পার্টনারঃ গুলশান সোসাইটি। রেইসে কমিউনিটি পার্টনার হিসাবে থাকবে মিরপুর রানার্স এবং দৌড়ের পর রানারদের ফিজিওথেরাপি প্রদান করবে স্ট্রাইড ফিজিও।

ইভেন্টে রানারদের জন্য বিভিন্ন সহযোগিতা নিয়ে থাকছে নেসলে বাংলাদেশ এবং হরলিক্স।

“জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” ইভেন্টটি বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাথে সমন্বয়কৃত একটি দৌড়ের অনুষ্ঠান। জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিতব্য এই হাফ ম্যারাথন, পৃথিবীতে ম্যারাথনের আন্তর্জাতিক সংস্থা এ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসট্যান্স রেইসেস (এইমস) দ্বারা সার্টিফায়েড এবং এইমস-এর তালিকাভুক্ত একটি হাফ ম্যারাথন।

আগামী ৩০ নভেম্বর ২০২৪, ভোর ৬ ঘটিকায় “জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান, এনডিইউ, পিএসসি, এমফিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জলসিঁড়ি আবাসনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাইফুর রহমান, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি হিসাবে থাকবেন আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি। বাংলাদেশের কিংবদন্তী ট্রায়াথলেট ইমতিয়াজ এলাহী, তুরাগ একটিভের ব্র্যান্ড এম্বাসেডর এবং প্রখ্যাত ট্রায়াথলেট শামসুজ্জামান আরাফাতও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া আয়োজকরানবাংলা ইন্টারন্যাশনাল এর সহ প্রতিষ্ঠাতা জনাব জন বোকা, ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান, সম্মানিত স্পন্সর এবং সহযোগী প্রতিষ্ঠানসমুহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত