
ঢাকা:১৫ মার্চ শনিবার ২০২৫:
ইনসাফ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জাতিসংঘকে আহ্ববান করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জাতিসংঘ অফিসের যৌথ আয়োজনে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। ঐকমত্য কমিশন, সংবিধান, দূর্নীতি দমন, নির্বাচন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওনাদের সুপারিশ বিষয়ে।
আমার বাংলাদেশ পার্টি’র, ( এবি পার্টি ) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মহাসচিবকে দেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘ বাংলাদেশ টীম, জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই-আগষ্টের গনঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গনহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।
এবি পার্টি মনে করে বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শেখ হাসিনা পরিবারের যে সকল আত্মীয়রা রাষ্টীয় স্বজনপ্রীতির মাধ্যমে চাকুরী পেয়েছে এবং সেগুলোর অপব্যবহার করেছে দেশের জনগনের বিপক্ষে সেগুলো খতিয়ে দেখা দরকার। বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে। ব্যারিষ্টার ফুয়াদ রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ মহাসচিব কে আহ্বান জানান। দিল্লীর চোখ দিয়ে বাংলাদেশকে না দেখবার আহ্বানও জানান তিনি। সেক্ষেত্রে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত বলে মনে করেন এবি পার্টির সাধারন সম্পাদক যাতে ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে যেন বিভ্রান্ত করতে না পারে।
জাতিসংঘের মহাসচিব ২০২৪ এর গনঅভ্যুত্থানের কথা বলতে গিয়ে ওনার তারুণ্যের স্মৃতিচারণ করেন। ৭০ এর দশকে পর্তুগালে ঘটা গনতান্ত্রিক বিপ্লবের উদাহরন টেনে উনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ তার নিজস্ব গতিতে ও পথ পরিক্রমায় জাতীয় আকাঙ্খা পূরন করতে পারবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গনতন্ত্র মঞ্চ ও সিপিবি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।