1. abir@gmail.com : abir ahmed : abir ahmed
  2. live@jansnews.com : news online : news online
  3. info@jansnews.com : Jans News :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের মিরসরাই অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন দ্বৈত নাগরিককে (বাংলাদেশ/ভারত) আটক করেছে বিজিবি আজ ২৭ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী “নিরাময়ের ঐকতান” শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। গতকাল ২৫ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, শুরু হলো নিরাময়ের ঐকতান শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী। জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ৩০ শে নভেম্বর ভোর ৬ টায়। ঢাকাস্থ শাহরাস্তি-হাজিগঞ্জের বিএনপির নেতাকর্মীদের চায়ের আড্ডা অনুষ্ঠান ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫.৪৭৮ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি, সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি রাঙামাটির দূর্গম পার্বত্য সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় বিজিবি উদ্যোগে নির্মিত স্কুল ঘরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ চাকরিচ্যুত করায় প্রতিবাদে এবং সকল ন্যায্য টাকা ফেরত এর দাবিতে আজ প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আ-হা-রে বাংলাদেশের ক্রিকেট

মো: মফিজুল
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা ৬ সেপ্টেম্বর ২০২৪:

আ-হা-রে বাংলাদেশ ক্রিকেট

শিরোনামটা দেখে পাঠকরা হয়তো বিরক্ত হবেন। আমি চাই আপনারা বিরক্ত হন। এই বিরক্তি বাংলাদেশের ক্রিকেটের অশনি কাটাতে সাহায্য করবে। আর এই ক্রিকেট থেকেই দেশের উন্নয়নের সাপোর্টাররা উজ্জীবিত হয়ে যার যার স্হানে তাদের অবস্থান শক্ত করবেন।

বাংলাদেশের ক্রিকেটের মানসম্মত উন্নতি কি এই ২০২৪ সালের বাংলাদেশ – পাকিস্তান টেষ্ট সিরিজের সময়ই হয়েছিল? পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেষ্টে ২-০ তে বাংলাওয়াশ করা কি হটাৎ কোন দৈবিক দক্ষতা? উত্তর হচ্ছে না। এই সিরিজ জয় ও বাংলাওয়াশ মোটেই কোন দুর্ঘটনা নয় এটা আমাদের ক্রিকেটের গুনগত ও মানগত দক্ষতা। এই যোগ্যতা আমাদের ক্রিকেটাররা অনেক আগেই অর্জন করেছে। তাহলে এই য়োগ্যতাগুলো কোথায় লুকিয়ে ছিল? আসুন এটা নিয়ে কিছু কথা বলি।

বাংলাদেশের ক্রিকেটের গুনগত দক্ষতা অনেকদিন আগেই এসেছে। বাংলাদেশের ন্যাশনাল টিমে ও পাইপ লাইনে অনেক অনেক বিশ্বমানের ক্রিকেটার আছেন তা আমরা সবাই জানি। সব মিলিয়ে আমাদের পাইপলাইনে বিশ্বমানের ক্রিকেটারে সংখ্যা বেশ অনেক। তাহলে অর্জনগুলো হলো না কেন বা কোথায় ডুবে ছিল? এর একমাত্র কারন হলো বিসিবিতে ফ্যাসিজম। এই ফ্যাসিষ্টরা নিজেদের ক্ষমতা, লুটপাট আর স্বৈরাচারীতা ধরে রাখতে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরকে ব্যবহার করেছিল। তাদের মানসিক শক্তি ধ্বংস করতে এই ফ্যাসিষ্ষ্টরা উঠে পরে লেগে থাকতো। বিবাদ ও বিভাদ লাগিয়ে রাখতো। ফ্যাসিষ্টরা বিসিবিতে টিকে থাকার জন্য ক্রিকেটকে মরীচিকা বানানো জন্য এই ক্রিকেটারদের ব্যবহার করতো যুযুর ভয়ের মাধ্যমে। ক্রিকেটের জন্যই বিসিবি কিন্তু বিসিবির ফ্যাসিজম করেছিল বিসিবির জন্য ক্রিকেট। ক্রিকেটের মেরুদন্ড ধ্বংস করে নিজেরা টিকে থাকাটাই ছিল এই ফ্যাসিষ্টদের চরিত্র। এইজন্যই এরা ক্ষমতালোভী, ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী। বাংলাদেশের ক্রিকেটে হেন কোন বাজে কাজ নাই যা এই ফ্যাসিষ্টরা করে নাই। যারাই তাদের জন্য বাঁধার কারন হতে তারাই তামিমের মত বলির স্বীকার হয়েছে, যেমন – সিরিজের মাঝখান থেকে অবসর নিতে হয়। পরবর্তীতে নাটকের নায়কের চরিত্রেও অভিনয় করতে হয় তামিমকে । রাজনীতির মারপ্যাঁচে দ্বৈত প্রযোজনায় নাটকে অভিনয়ের সমাপ্তি হয় তাঁর বিশ্বকাপ খেলা বলির মাধ্যমে। কিন্তু কেন? কারন হলো সেই ফ্যাসিষ্ট্রের ইগোতে তামিম যে হানা দিয়েছিল তা তার বা তাদের মুখোশগুলো উন্মোচিত হয়ে যেত। আর অপরাধ জগতের কালো বানিজ্যের সহযোগী হতে না চাওয়া ছিল তামিমের বলি হবার অন্য বিশেষ কারন। ক্রিকেটারদের খেলার এবং খেলোয়াড়ের গুনগত মান আর দক্ষতা বিসিবির ফ্যাসিষ্টরা দীর্ঘকাল চাপা দিয়ে রেখেছিল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আর সাফল্য চাপা দিতে না পারলে তো তাদের ফ্যাসিজম ধ্বংস হয়ে যেত আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না। তার উপর কালো টাকা কামাইয়ের সব রাস্তা বন্ধ হয়ে যেত। আইসিসির পদ, পদবী ও ব্যক্তি স্বার্থ ধরে রাখতে বন্ধুত্বের নামে অন্য দেশের বোর্ডের সহায়তার জন্য ক্রিকেটারদারকে দিয়ে ম্যাচ বা সিরিজ প্ররোচিত করা ছিল নিয়মিত বিষয়। খেলোয়াড় সিলক্শন, একে বসানো, ওকে নামানোর মতো অপেশাদারিত্ব আচরন তো ফ্যাসিষ্টদের পক্ষেই সম্ভব এবং তারা মনে করে এটাই তাদের দক্ষতা এবং ক্ষমতার প্রয়োগ। বিসিবির দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিষ্টদের কালো থাবা থেকে মুক্ত হয়ে ক্রিকেটাররা যে এত তাড়াতাড়ি নিজেদের সেরাটা বের করে আনতে পারবে তা তো ছিল অভাবনীয় ও অতুলনীয়।

আরেকটা মজার বিষয় হলে আমাদের এই তরুণ ক্রিকেটাররা কেউই এই বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে নাই। তারা নিজেরা তরুণ বা ছাত্র হবার পরেও সম্পৃক্ত হতে পারে নাই। কারন তাদের উপর কঠিন নিষেধাজ্ঞা ছিল। এই আন্দোলনের সুফল থেকে ক্রিকেটাররাও তাদের মুল্যবোধ ফিরে পেয়েছে। তাদের আত্মশুদ্ধির সর্বোচ্চ স্থান খুঁজে পেয়েছে। দেশের ক্রান্তিলগ্নে জনগণের মনে একটু আশা জাগানোর জেদটাকে তারা কাজে লাগিয়েছে। কিছু স্বৈরাচার বিদায় নেয়াতেই ক্রিকেটাররা নিজেদের আসল রুপে ফিরতে পেরেছে। দলে কোন দলাদলি নেই, নেই কোন ডাইরেক্টরের কালো থাবা, নেই কোন মুখোশধারী সংগঠকদের হাতের স্পর্শ। সংগত কারনেই ক্রিকেটাররা ফলাফল বের করে আনতে পেরেছে। আল্লাহ সুবহানাতালা আমাদের রহম করেছেন যে এই ফ্যাসিস্টরা ক্রিকেট অংগন থেকে চিরতরে বিদায় নিয়েছেন। মানগত দক্ষতা, মানসিক প্রশান্তিতে উজ্জীবিত হয়ে আমাদের সুপারষ্টাররা বিজয় ছিনিয়ে এনেছে।

এই বিজয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে টুপি খোলা সেলুট। তোমরা এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে যা আমাদের কল্পনাতেও ছিল না। তোমরাই আমাদের সম্পদ। তোমরাই ক্রিকেটে আমাদের জাতীয় পতাকার বাহক। তোমরাই আমাদের লক্ষ শিশুর ক্রিকেটিয় আগ্রহের স্থান। তোমরাই তাদের ক্রিকেট খেলা শেখার মেন্টর। তোমরা আমাদের ক্রীড়াজগতের বীর সন্তান।

ইনশাআল্লাহ তোমরা নিশ্চয় সামনের সিরিজে ইন্ডিয়া বধের আনন্দ আমাদের জন্য বয়ে আনবে।

বাংলাদেশের ক্রিকেট চিরকালের জন্য রাহুমুক্ত হোক এবং এর ধারা বজায় থাকুক সেই দোয়াই রইল। আরো দোয়া রইলো আমাদের বর্তমান ও ভবিষ্যৎ ক্রিকেট বীরদের জন্য। ক্রিকেট বোর্ড যেন তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয় আর রুট লেভেলের ক্রিকেটের সকল অনিয়ম দুর করে পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট সুপারষ্টাররা যেন সঠিকভাবে বিকশিত হতে পারে তার যথাযত ব্যবস্হাগুলো অব্যাহত রাখে।কোন খেলোয়াড়কে যেন আর অংকুরে বিনষ্ট না হতে হয়। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আর যেন আমাদেরকে আ-হা-রে বাংলাদেশের ক্রিকেট বলে দীর্ঘশ্বাস ফেলতে না হয়।

লেখক- ম. আরিফ।
সেপ্টেম্বর ৬, ২০২৪।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত