ঢাকা ২৭ নভেম্বর বুধবার ২০২৪:
আজ ২৭ নভেম্বর ২০২৪ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আলিয়স ফ্রসেঁজ ক্যাম্পাসে, অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী “নিরাময়ের ঐকতান” শিরনামে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন ধারার প্রদর্শনী।
আজ প্রদর্শনীর ৩দিনে ছিল সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্তঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের বাদযন্ত্রের উপর চিত্রাঙ্কন। বিকেল তিনটায় সেমিনার, বিষয় “সংস্কৃতির উৎস সন্ধানে লুপ্তপ্রায় দেশী তাল বাদ্য” বক্তা ড. সাইম রানা সহযোগী অধ্যাপক সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আলোচক ছিলেন, ড. হানিফ মিয়া, সহযোগী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপস্থাপনায় ছিলেন ড. আহমেদ আবিদ, মানবিক ও উন্নয়ন কর্মী।
সন্ধ্যায় এ সময়ের শিল্পী ড. হানিফ মিয়া, জহির আলীম, মোঃ রাশেদ, ইমরান খন্দকার, নুসরাত সাথী,
ইশারাতারা রনি, অব্যয় ঋদ্ধি’র কণ্ঠে বাংলার কালজয়ী লোকগানের স্রষ্ঠা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির পর্ব চলে রাত ৯টা পর্যন্ত।
প্রদর্শনীটির মুলভাবনা ও সৃজন সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র’ অবকল্প’ এর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, এবং এর কিউরেটিং করেছেন লুসি তৃপ্তি গমেজ।