ঢাকা ১৪ সেপ্টেম্বর শনিবার ২০২৪:
বঙ্গবন্ধু কি প্রথমে বৈধ রাষ্ট্রপতি ছিলেন?
পাঠক, কথাটা শুনলে আপনারা অনেকে হয়তো নড়েচড়ে বসবেন। আমিও নড়েচড়ে বসেছিলাম। কিভাবে সম্ভব ঔ সময়ে একটা নবজাতক দেশকে প্রথমেই ছুরিকাঘাত করতে পারা? যুগে যুগে স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজনৈতিক আদর্শের যে জঘন্য পরিনতি দেখেছি তার শুরু তো হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলার মাধ্যমে। কোন একটি দেশ শুরুতেই যদি অবৈধ পন্থায় পথ চলতে শুরু করে তাহলে সেই দেশের আর কি অবশিষ্ট থাকে? কুকর্মের হিসাব আলাদাই রাখি, কিন্তু কিভাবে একজন জাতির জনক তার নিজের সদ্য স্বাধীন দেশের নুতন সাংবিধানকে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে ধ্বংস করে দিলেন? এর প্রাপ্তিতো উনি আর পাবেন না কিন্তু ৫৩ বছর পর আমরা এই সঠিক তথ্যটি জানি যে আমাদের ৩০ লক্ষ (তার নিজের দাবী করা) শহীদের স্বাধীন বাংলাদেশকে কে প্রথম পিঠে ছুঁড়ি চালালো তার নিজের ক্ষমতার লোভে? যুদ্ধ শুরু হবার আগেই তো দেশ ত্যাগ করলেন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার পর দেশে ফিরে আসলেন। তার সম্পর্কে বলছি আরো একটা ভয়ংকর তথ্য উৎঘাটনের পর:
১৬ই ডিসেম্বর ১৯৭১ সনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। শেখ মুজিব দেশে ফিরে আসলেন ১০ই জানুয়ারী ১৯৭২ সনে। কেন দেশ স্বাধীন হবার ২২ দিন পাকিস্তানে থাকতে হলো? আমার তো জানি যে, পাকিস্তানের স্বৈরশাসকরা যখন তাকে মুক্তি দিয়েছে তখনই তিনি দেশে ফিরত আসেন। আসল তথ্য হলো উনাকে এই কয়েকটা দিন থাকতে হয়েছে পাকিস্তানের পাসপোর্ট পাবার জন্য। করাচী থেকে লন্ডনে যাত্রা বিরতি করে ১৯৭২ সনের ১০ই জানুয়ারী ঢাকায় অবতীর্ন করেন। জনতার বাধভাঙ্গা উল্লাস ঠেলে ৩২ নম্বরে নিজ বাসভবনে এসে উঠলেন তারপর ১২ জানুয়ারি স্বাধীন বাংলাদেশর প্রথম রাষ্ট্রপতি হিসাবে দেশের সার্বভৌমত্ব, সংবিধান, জনগণকে রক্ষার জন্য শপথ গ্রহন করলেন। যখন তিনি এই শপথ গ্রহন করলেন তখন তিনি কি বাংলাদেশের নাগরিক ছিলেন? না, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না কারন বাংলাদেশ স্বাধীন হবার সাথে সাথে যারা বাংলাদেশের অভ্যন্তরে ছিল তারাই বাংলাদেশের নাগরিক হয়েছিলেন। যখন ১৯৭৩ সালের শুরুতে নাগরিকত্ব দেয়া হয়, আর তখন যারা নাগরিকত্ব না নিয়েছেন তারা নাগরিকত্বের আবেদন করে নাই এবং পাকিস্তানী কোন নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় নাই। যার জন্য হাজার হাজার বিহারী মানুষ যুদ্ধের সময় বাংলাদেশে আটক পরেছিলেন এবং এখনো তারা বাংলাদেশের নাগরিকত্ব পান নাই। স্বাধীন বাংলাদেশের বাহিরে যারা অবস্থান করছিলেন তারা পুর্বের দেশের নাগরিক হিসাবে তার নিজের জন্ম বা পিতা- মাতার জন্মের প্রমানসহ বাংলাদেশের নাগরিকত্ব গ্রহন করেছেন। বাংলাদেশের প্রথম পাসপোর্ট ইস্যু হয় ৮ই ফেব্রুয়ারি ১৯৭৩ সনে। বাংলাদেশের সংবিধানে কোন বিদেশী নাগরিক সংসদ সদস্য হতে পারে না। এবং একজন রাষ্ট্রপতি হবার জন্য নুন্যতম তাকে সংসদ সদস্য হবার যোগ্যতা থাকতে হবে। শেখ মুজিবুর রহমান ১২ই জানুয়ারী ১৯৭২ সনে রাগিতি হবার আগে বাংলাদেশের কোন স্থান থেকে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছিলেন? যেখানে তিনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশ প্রবেশ করলেন এবং নাগরিকত্ব না নিয়েই বিদেশী মানুষ হিসাবে রাষ্ট্রপতি হলেন? হ্যা এটা ঠিক যে উনার পরিচয় তো কারও কাছে অজানা নাই যে উনি এই দেশের নাগরিক কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু কেন সংবিধানকে সম্মান
দেখালেন না? জাতির জনক বঙ্গবন্ধু কেন কয়েকদিন অপেক্ষা করতে পারলেন না? জাতির জনক বঙ্গবন্ধু কেন
পাকিস্তানের নাগরিক হিসাবেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হলেন?
স্বৈরাচারী, সুবিধাভোগী, ক্ষমতালিপ্স রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীতে মনে হয় এভাবেই তার নিজের দেশকে সবার আগে ধর্ষন করে।
লেখক- ম আরিফ
সেপ্টেম্বর ১৩, ২০২৪।